সমস্যাটা আসলে কোথায়? একজন স্টুডেন্ট তার ক্যারিয়ার কোথায় গড়তে চায় সেটা কেন কেউ চ্যুজ করে দিবে? সে গভমেন্ট জব করবে, উদ্যোক্তা হবে, ব্যাবসা করবে নাকি অন্য কিছু করবে, সেটা তার ব্যক্তিগত বিষয় । সে তার সারাউন্ডিংস, অপচ্যুনিটি-কস্ট, প্যাশন, সামাজিক ব্যাপার-স্যাপার সবকিছু বিবেচনা করে সে সেটা ডিসাইড করবে । অথরিটি বা স্টেকহোল্ডার যারা, তাদের কাজ হচ্ছে তার জার্নিতে সহায়ক হিসেবে ভূমিকা রাখা, তার লাইফের ডিসিশন নেওয়া না । দুইজন মানুষের মাছ খাওয়ার চাহিদা থাকতেই পারে, এখন সে মাছ নিজে নদী থেকে ধরে নিয়ে আসবে নাকি বাজার থেকে কিনে নিয়ে আসবে সেটা কিসের উপর নির্ভর করে আপনি জানেন না । আপনারা কেন এসব কথা বলছেন সবাই জানি। দেশে গভমেন্ট জব অপচ্যুনিটি পর্যাপ্ত না, সেজন্য স্টুডেন্টদের দায়ী করবেন? সবাইকে পড়াশুনা করার দরকার নাই, গ্র্যাজুয়েট হওয়ার দরকার নাই, এগুলো দায়িত্বজ্ঞানহীন কথা। কারো এলাকায় নদী/পুকুর নাই, নদী/পুকুরে ডুবে মরার রিস্ক নাই । তাই বলে সে সাতার শিখবে না? বাংলাদেশে বসে ইউরোপের প্রেক্ষাপট কল্পনা করে কথা বললে হবে না। এর'চে বরং সমস্যা যেখানে, সে বিষয় নিয়ে...