Skip to main content

ঐতিহাসিক ব্যর্থতার দায় কার: রাষ্ট্রের, সমাজের, নাকি নেতৃত্বের?





ঐতিহাসিক ব্যর্থতার দায় কার: রাষ্ট্রের, সমাজের, নাকি নেতৃত্বের?



ভুমিকা 

"একটি জাতি কীভাবে বারবার একই ভুল করে?" — ইতিহাসের পাতা উল্টালেই এমন প্রশ্ন সামনে আসে। জাতিগত দাঙ্গা, রাষ্ট্রভঙ্গ, অর্থনৈতিক পতন কিংবা সামাজিক অবক্ষয়।

কতবার আমরা ইতিহাসের একই নাটকীয় পরিণতি প্রত্যক্ষ করেছি? সাম্রাজ্যের পতন, গণহত্যা, দুর্ভিক্ষ, রাষ্ট্রভঙ্গ— বারবার। প্রশ্ন একটাই: কেন? যারা ক্ষমতায় ছিল, তারা ব্যর্থ হয়েছিল? নাকি সমাজ চোখ বুজে ছিল? নাকি রাষ্ট্র নিজেই ছিল ভঙ্গুর?

একটা জাতি ধ্বংস হয়ে গেলে আমরা বলি: “নেতৃত্ব ব্যর্থ হয়েছিল।” কেউ বলে, “রাষ্ট্র ঠিক মতো কাজ করেনি।” আবার কেউ বলেন, “এই সমাজই আসলে প্রস্তুত ছিল না পরিবর্তনের জন্য।” কিন্তু আসল সত্যটা কী? ব্যর্থতার দায় শুধু একজনের ঘাড়ে চাপিয়ে কি আমরা বাঁচতে পারি?

ঐতিহাসিক ব্যর্থতা মানে শুধুই অতীতের ভুল নয়; এটি ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত। 

এই লেখায় আমরা সেই অস্বস্তিকর অথচ জরুরি প্রশ্নগুলোর উত্তর খুঁজব— কে দায়ী ইতিহাসের ভয়াবহ ব্যর্থতার জন্য? রাষ্ট্র, সমাজ, না নেতৃত্ব? নাকি আমরা সবাই?