মধ্যরাতের মনখারাপ
এভাবেই একেকটা রাত ঘুমহীন কেটে যায়,
স্বপ্নের স্বাদ' নিতে না পারায়
বুকের ভেতর আক্ষেপের স্তূপ ভারী হয়ে ওঠে ।
আমি শতবৎসরের অবহেলিত কয়েদির মত—প্রতিটা ক্ষণ মৃত্যুর অপেক্ষা নিয়ে বেঁচে থাকি,
আমার যেন কোনো দুঃখ নাই, কোনো সুখ নাই ।
স্বপ্নের স্বাদ' নিতে না পারায়
বুকের ভেতর আক্ষেপের স্তূপ ভারী হয়ে ওঠে ।
আমি শতবৎসরের অবহেলিত কয়েদির মত—প্রতিটা ক্ষণ মৃত্যুর অপেক্ষা নিয়ে বেঁচে থাকি,
আমার যেন কোনো দুঃখ নাই, কোনো সুখ নাই ।
তবুও কী এক স্বতন্ত্র সত্যের সন্ধানে জেগে থাকে আমার একজোড়া সন্ন্যাসী চোখ,
আহত রাত্রির দুয়ারে নির্জন প্রহরী ।
আহত রাত্রির দুয়ারে নির্জন প্রহরী ।
|মোঃ ফজলে রাব্বী