অথচ আমাদের যৌথ জীবনের প্রার্থনা ছিল,
কথা ছিল সুখে-দুঃখে
একসাথে কুড়াবো
ধরণী তলে ঝরে পড়া নক্ষত্রের ফুল!
কথা ছিল সুখে-দুঃখে
একসাথে কুড়াবো
ধরণী তলে ঝরে পড়া নক্ষত্রের ফুল!
আমার হৃদয়ের কাছে তুমি আজ প্রশ্নবোধক বেদনা হয়ে আছো,
যোগ-বিয়োগ, গুণ ভাগের সমস্ত হিসেব শেষে_
আমার দৃষ্টি থমকে থাকে
চির অধরা এক 'কিংশুক' এপিটাফের কাছে!
বোধহয় তুমি সেই দুরত্ব
আমি যাকে তীব্রভাবে ভয় পেয়েছিলাম!