Skip to main content

Posts

Showing posts from April, 2023

দুরত্ব

অথচ আমাদের যৌথ জীবনের প্রার্থনা ছিল,  কথা ছিল সুখে-দুঃখে  একসাথে কুড়াবো  ধরণী তলে ঝরে পড়া  নক্ষত্রের ফুল!  আমার হৃদয়ের কাছে তুমি আজ প্রশ্নবোধক বেদনা হয়ে আছো,   যোগ-বিয়োগ, গুণ ভাগের সমস্ত  হিসেব শেষে_ আমার দৃষ্টি থমকে থাকে চির অধরা এক 'কিংশুক' এপিটাফের কাছে!  বোধহয় তুমি সেই দুরত্ব  আমি যাকে তীব্রভাবে ভয় পেয়েছিলাম!  

ভালবেসে সবুজ জমিন

ভালবেসে সবুজ জমিন   তুমি দূরে চলে যাও দূর বিদেশে  আমি একা রয়ে যাবো- এই আকাশ আর সবুজ ধানক্ষেত ভালবেসে । এই সরু নদী-  এই পাল তোলা নৌকার ছবি,  গাছেদের নিপাট ছায়া,  মনোহর সবি । সারি সারি কাশফুল , মেঘের ভেলা  পাখিদের কুঞ্জনে কাটে সারাবেলা । ভোরের মাতাল হাওয়া , গা শিহরণে চঞ্চল দুপুর আর গোধূলি ক্ষণে- জীবনের রংধনু ভেসে ওঠে শিশিরের ঘাসে । সুশোভিত নীলাকাশ রাতের তারায়  আলপনা আঁকি চোখে জোনাক পাহারায়,  চাঁদের রুপালি আলো মাখা চারিপাশে  নিরালায় ভাসি একা সুখের  আবেশে  ;  বিহ্বল এ হিয়া অনন্ত মায়ায়,  দুঃখ যেন মেশে যায় সুখের রেখায়,  জীবনের সাধ মেটে  এই বাংলার মাঠ ঘাট ভালবেসে । তুমি দূরে চলে গিয়ে রেখে যাও ঋণ  আমি চিরকাল ভালবেসে যাব এই বাংলার সবুজ জমিন ।     মোঃ ফজলে রাব্বী 

বিষাদের সুরমাখা স্বরে

 

Wings of Fire" by APJ Abdul Kalam

  Wings of Fire" by APJ Abdul Kalam: A Must-Read Autobiography of an Inspiring Leader "The Wings of Fire" is an autobiography of APJ Abdul Kalam, one of the most eminent scientists and the 11th President of India. The book is a compelling narrative of his personal and professional life journey, and his contribution to the Indian space and defense programs. The book begins with Kalam's childhood in Rameshwaram, a small town in Tamil Nadu, and describes his early life and the struggles he faced. The story then moves on to his college days, where he studied aerospace engineering and developed an interest in rocket science. The book also provides a fascinating account of his work in the Indian Space Research Organization (ISRO) and the Defense Research and Development Organization (DRDO), where he made significant contributions to the development of India's missile programs. Throughout the book, Kalam's passion for science and technology shines through. His dedic...

গবেষণার কাজে প্রয়োজনীয় কিছু এডভান্স ওয়েবসাইট/Tools

কিছু এডভান্স ওয়েবসাইট/Tools যেগুলো আপনাকে গবেষণার কাজে হেল্প করতে পারে-  'Research Help Bangladesh' গ্রুপের সত্তর হাজার সদস্য হওয়া উপলক্ষে  লিখলাম।  ১. typeset.io রিসার্চ পেপার পড়ার সময় অনেক কিছু আমরা বুঝতে পারি না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আপনাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবে। হয়তো  আপনি জানতে চান এই গবেষণা পত্রটির প্র্যাকটিক্যাল কি implication রয়েছে ; এই AI  টুলসটি মুহূর্তের মধ্যে আর্টিকেলটি এনালাইসিস করে মুহূর্তের মধ্যে তা জানিয়ে দেবে। এছাড়াও আপনার Manuscript এখানে নিয়ম অনুযায়ী আপলোড দিলে ; জার্নালের ফরমেটে আউটপুট নিতে পারবেন। 'Research Help Bangladesh' গ্রুপে এই টপিকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে।  ২. wosonhj লেটেস্ট আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল থাকে যেগুলো কোন কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা যায় না। এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের জন্য শেষ ভরসা। সাইন আপ করবেন এবং প্রতিদিন এই  ওয়েবসাইটে জাস্ট একবার করে ভিজিট করবেন। এতে করে আপনি কিছু পয়েন্ট পাবেন ; যেগুলো দিয়ে প্রিমিয়াম আর্টিকেল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। মজার বিষয...

মধ‍্যরাতের মনখারাপ

মধ‍্যরাতের মনখারাপ এভাবেই একেকটা রাত ঘুমহীন কেটে যায়,  স্বপ্নের স্বাদ'  নিতে না পারায়  বুকের ভেতর আক্ষেপের স্তূপ ভারী হয়ে ওঠে ।  আমি শতবৎসরের অবহেলিত কয়েদির মত—প্রতিটা ক্ষণ মৃত্যুর অপেক্ষা নিয়ে বেঁচে থাকি,  আমার যেন কোনো দুঃখ নাই, কোনো সুখ নাই ।  তবুও কী এক স্বতন্ত্র সত্যের সন্ধানে জেগে থাকে আমার একজোড়া সন্ন্যাসী চোখ,  আহত রাত্রির দুয়ারে নির্জন প্রহরী  ।     |মোঃ ফজলে রাব্বী

শেকলে বাঁধা শতাব্দী