Cultural Slavery & Global frame-up
নিজেকে কুল আর ক্ল্যাসি প্রমাণের জন্য এন্টারটেইনমেন্ট হিসেবে আমরা যে কালচার প্রাকটিস করি সেটাকে মূলত cultural slavery বলে ।
কালচার মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ তৈরি করে । কখনো সমাজের চোখে নষ্টামি প্রমোটের এজেন্ট বানায় না । 'কালচার' কখনো সোশ্যাল মোরালকে ধ্বংস করে না । এন্টারটেইনমেন্ট এর নামে soft po*n কে নর্মালাইজ করে না ।
যারা আপনাকে- আমাকে দিয়ে এইসব করাচ্ছে, তারা ঠিকই বেনিফিটেড হচ্ছে । আপনি আর আমি কেবল আমাদের track থেকে distracted হচ্ছি ।
গ্লোবালাইজেইশন আর মডার্নাইজেইশন টার্মগুলো আমাদেরকে এমনভাবে গেলানো হচ্ছে যে, আমরা আসলে new world order এর হিডেন এজেন্ডাটা ধরতেই পারছি না ।
আমরা কী এক আলেয়ার আলোর পিছনে ছুটছি তা আমরা নিজেরাও জানি না । "We are growing like a stupid generation, not caring about our goal or even global frame-up. We are being nobbled by some trickster fellows and constantly responding to them.
Who cares!😄
©fr