Skip to main content

Cultural Slavery & Global frame-up




Cultural Slavery & Global frame-up


নিজেকে কুল আর ক্ল‍্যাসি প্রমাণের জন‍্য এন্টারটেইনমেন্ট হিসেবে আমরা যে কালচার প্রাকটিস করি সেটাকে মূলত cultural slavery  বলে । 

কালচার মানুষের মাঝে নৈতিক মূল‍্যবোধ তৈরি করে । কখনো সমাজের চোখে নষ্টামি প্রমোটের এজেন্ট বানায় না । 'কালচার' কখনো সোশ্যাল মোরালকে ধ্বংস করে না ।  এন্টারটেইনমেন্ট এর নামে soft po*n কে নর্মালাইজ করে না । 

যারা আপনাকে- আমাকে দিয়ে এইসব করাচ্ছে, তারা ঠিকই বেনিফিটেড হচ্ছে । আপনি আর আমি কেবল আমাদের track  থেকে distracted হচ্ছি । 

গ্লোবালাইজেইশন আর মডার্নাইজেইশন টার্মগুলো আমাদেরকে এমনভাবে গেলানো হচ্ছে যে, আমরা আসলে new world order এর হিডেন এজেন্ডাটা ধরতেই পারছি না । 

আমরা কী এক আলেয়ার আলোর পিছনে ছুটছি তা আমরা নিজেরাও জানি না । "We are growing like a stupid generation, not caring about our goal or even global frame-up. We are being nobbled by some trickster fellows and constantly responding to them. 

Who cares!😄

© Md Fozla Rabby

Popular Posts

সৃষ্টিকর্তার অস্তিত্ব ও দার্শনিক ব্যাখ্যা: যুক্তি, দর্শন ও ইসলামের মিলনবিন্দু

  সৃষ্টিকর্তার অস্তিত্ব ও দার্শনিক ব্যাখ্যা: যুক্তি, দর্শন ও ইসলামের মিলনবিন্দু ভূমিকা: সৌন্দর্যের আড়ালে লুকানো সত্তা প্রতিদিন আমরা দেখি—সূর্য নিখুঁত নিয়মে উদিত হয়, সন্ধ্যায় নীরবে অস্ত যায়। শীতের কুয়াশা শেষে আসে বসন্তের ফুলেল সৌরভ, তারপর বৃষ্টি ছুঁয়ে যায় পল্লীপ্রকৃতিকে। নদী তার নিজস্ব গতিপথ ধরে ছুটে চলে, চাঁদ নির্দিষ্ট নিয়মে রূপ বদলায়, নক্ষত্ররা রাতের আকাশে শোভা বাড়ায়— এ এক অপার সৌন্দর্যের, এক অসাধারণ শৃঙ্খলার জগৎ! কিন্তু এই সৌন্দর্য আর শৃঙ্খলা কি কেবল কাকতালীয়? এত নিখুঁত হিসাব, এত ছন্দময় নিয়ম—এসবের পেছনে কি কেউ নেই? কারো পরিকল্পনা নেই? প্রকৃতির প্রতি যতই গভীর দৃষ্টি দিই, ততই যেন মনে প্রশ্ন জাগে— কে এই অসীম কুশলী কারিগর? তাঁকে তো আমরা চোখে দেখি না, তাঁর কোনো গড়ন নেই, রঙ নেই, আকার নেই। তবে কি এই দেখার অক্ষমতাই আমাদের মনে সন্দেহ জাগায়? তাঁর অস্তিত্ব কি কেবল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে, নাকি যুক্তির পথেও আমরা তাঁকে অনুভব করতে পারি? এই প্রশ্নগুলোই আজ আমাদের এই চিন্তার যাত্রার সূচনা করে। যেখানে আমরা সন্ধান করব সেই যুক্তির, যা কেবল বিশ্বাসে নয়, যুক্তিবাদী মনেও সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রতিষ্ঠা ক...

অনার্স চতুর্থবর্ষের ভাইভা : আমার অভিজ্ঞতা

অঙ্কন : প্রসূন হালদার