Skip to main content

সুন্দর আগামীর প্রত‍্যাশায়



বিশ, একুশ, বাইশ; দিন যত যাচ্ছে, আলখাল্লার ভেতর থেকে জীবনের আসল চেহারাটা একটু একটু করে বেরিয়ে আসছে । আমরা বড় হচ্ছি;  আমাদের এক্সপেক্টেশন, আমাদের দায়িত্ব, আমাদের দুঃখ সবকিছুই যেন শেকড় গেড়ে  দিনদিন প্রকাণ্ড হয়ে উঠছে।

একধাপ সামনে আগাই, নতুন পরিকল্পনা করি,  নতুন স্বপ্ন সাজাই । তবে কথায় আছে- 'whatever we think, life never goes towards our plan or even our wish'!

আমরা শুধু জীবনের নিয়ম মেনে সুখে-শোকে, মুখরতা কিংবা মৌনতায় জীবনকে যাপন করে যাই। 

আমাদের পিছুটান থাকে, 'বসন্ত চাইলে পরিযায়ী পাখিদের বিদায় জানাতে হয়' পিছুটান ভুলে যাই। 

সুখে-শোকে,  বিষাদ-বিষণ্নতায় অতিক্রান্ত  আমাদের সাদা-কালো জীবনটা অনাগত দিনগুলোতে এক হিরণ্ময় আলোর দেখা পাক...